মো. শাকিল শেখ, আশুলিয়া (ঢাকা)
ঢাকার আশুলিয়ায় ভাড়া চাওয়া নিয়ে বাকবিতণ্ডা এক পর্যায়ে যাত্রী ও পথচারীদের মারধরে মো. আরিফ (২৬) নামে এক বাসচালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে আশুলিয়ার নরসিংহপুর ইটখোলা বাসস্ট্যান্ডে কিরণমালা পরিবহনের চালকের সঙ্গে যাত্রীর মারধরের ঘটনা ঘটে।
নিহত বাসচালক আরিফ শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার বেশগ্রিপাড়া এলাকার মো. মোস্তফার ছেলে। তিনি গাজীপুরের কোনাবাড়ি এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন বলে গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কোনাবাড়ি থেকে কিরণমালা পরিবহনের একটি বাস মিরপুরে যাওয়ার পথে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের নরসিংহপুর বাসস্ট্যান্ডে পৌঁছালে অজ্ঞাত এক যাত্রী ভাড়া না দিয়েই ইটখোলা বাসস্ট্যান্ডে নেমে যান। এ নিয়ে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন বাসচালক আরিফ। এ সময় ওই যাত্রীসহ পথচারীরা এগিয়ে এসে বাসচালককে মারধর শুরু করেন। এতে মারাত্মক অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন আরিফ। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোগীকে মৃত বলে ঘোষণা করেন।
বাসটির হেলপার মো. খোকন বলেন, ওই যাত্রী কোনাবাড়ি থেকে বাসে উঠেন। এরপর থেকে ভাড়া চাইলেই তিনি পরে দেবেন বলে জানান। পরে ইটখোলা বাসস্ট্যান্ডে ভাড়া না দিয়ে তিনি নেমে যান। এ সময় আরিফ ভাই ভাড়া দেওয়ার কথা বললে ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। তখন আরিফ ভাই বাস থেকে নেমে যাত্রীর হাত ধরে ভাড়া চান। এ সময় ওই যাত্রী তাকে মারধর শুরু করলে পথচারীরাও এসে যোগ দেয়।
তিনি আরও বলনে, আরিফ তখন দৌড়ে বাসে গিয়ে শুয়ে পড়েন। এরপরে অচেতন হয়ে যান। পরে আমরা নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক বলেন- ঘাড়ে আঘাত লেগে তিনি মারা গেছেন।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) আল মামুন কবির বলেন, আমরা খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছি। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযুক্ত আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
সম্পাদক: মো. তাজবীর হোসাইন
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড