জিল্লুর রহমান, ফরিদপুর
ফরিদপুরে পিস্তল-গুলিসহ মোস্তফা শেখ (২২) নামে হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
বুধবার (৩ আগস্ট) দুপুরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জামাল পাশা।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, মঙ্গলবার (২ আগস্ট) দিবাগত রাতে ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের দিরাজতুল্লাহ মাতুব্বরের ডাঙ্গী এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থেকে দুই রাউন্ড গুলিসহ একটি অবৈধ পিস্তল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামি মোস্তফা দিরাজতুল্লাহ মাতুব্বরের ডাঙ্গী এলাকার আব্দুস সালামের ছেলে।
এর আগে গেল ৩০ জুলাই মোবাইল ফোন নিয়ে তর্কের জেরে ফরিদপুরে বন্ধুর ছুরিকাঘাতে খুন হন মো. আকাশ (২০) নামে এক যুবক। মূলত সেই খুনের সঙ্গে গ্রেফতার হওয়া মোস্তফার সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি পুলিশের।
কোতোয়ালি থানার ওসি এম এ জলিল জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করে সাত দিনের রিমান্ড চাওয়া হবে। এছাড়া তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে।
সম্পাদক: মো. তাজবীর হোসাইন
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড