শাকিল মুরাদ, শেরপুর
শেরপুর সদরে জমি নিয়ে বিরোধের জেরে শাহজাহান মিয়া (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। রবিবার (৩ আগস্ট) সকালে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের নলবাইদ গ্রামে ঘটনাটি ঘটে।
শাহজাহান নলবাইদ সোনালীবন্দর গ্রামের মৃত শামসুল মুন্সির ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শাহজাহানের সাথে দুই শতাংশ জমি নিয়ে প্রতিবেশী হানিফ মিয়ার ছেলে মামুনদের সঙ্গে কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে ওই বিরোধপূর্ণ জমিতে কৃষক শাহজাহান আলী জমি চাষ করতে যান।
এ সময় প্রতিপক্ষের মামুন, মোস্তফা নায়েব আলী মুন্সিসহ তাদের লোকজন নিয়ে শাহজাহান আলীকে প্রথমে বাধা দেন। এরপর ঘটনাস্থলেই তাকে পিটিয়ে খুন করেন। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. হান্নান মিয়া ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক: মো. তাজবীর হোসাইন
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড