সোহেল রানা, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের সলঙ্গায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ শাহীন মিয়া নামে একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১২। বুধবার (৩ আগস্ট) সকালে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সলঙ্গা থানার কুমাজপুর এলাকায় অভিযানটি চালানো হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি শাহীন মিয়া (৩২) হবিগঞ্জের মাধবপুর থানার হাড়িয়া সরকার বাড়ী এলাকার মৃত লুদু মিয়ার ছেলে।
র্যাব-১২ এর মিডিয়া অফিসার এম. রিফাত-বিন-আসাদ এরই মধ্যে গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীবাহী বাসের ভিতরে অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ আসামি শাহীনকে আটক করি।
তিনি আরও বলেন, এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবত আইনপ্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলেন।
আটককৃত ব্যক্তিকে গ্রেফতার দেখিয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই র্যাব কর্মকর্তা।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড