সাইদুর রহমান রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। প্রায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের কারণে ভোগান্তিতে পড়েন যাত্রীসাধারণ।
মহাসড়কের যানজটের কারণে শাখা ছোট সড়ক গুলোতেও যানজটের প্রভাব পড়েছে। স্কুল-কলেজ পড়ুয়াসহ চাকুরীজীবিরা সঠিক সময় কর্মস্থলে পৌছুতে না পেরে চরম ক্ষোভ প্রকাশ করেছেন। ঘন্টার পর ঘন্টা আটকা ছিলো যাত্রীবাহী গাড়ির পাশাপাশি মালবাহী গাড়িও। রোগীবাহী অ্যাম্বুলেন্সও আটকা পড়েছে। মঙ্গলবার (০২ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত কাচপুর থেকে ভুলতা পর্যন্ত এ যানজট লেগে থাকে।
পথচারী, যাত্রীসাধারন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রূপগঞ্জ উপজেলাটি একটি গুরুত্বপুর্ন উপজেলা। এখানে ছোট বড় সব মিলিয়ে প্রায় দুই হাজার শিল্প প্রতিষ্টান রয়েছে। এখানে ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়ক অবস্থিত। দুটি মহাসড়ক যোগে যাত্রীসাধারনের পাশাপাশি হাজার হাজার শ্রমিক চলাচল করে থাকেন। ভুলতা-গোলাকান্দাইল এলাকায় ফ্লাইওভার হওয়ায় সেখানে এখন আর যানজট সৃষ্টি হচ্ছেনা।
তবে, যাত্রামুড়া, বিশ্বরোড , বরাব, বরপা, রুপসী এলাকায় মহাসড়কের পাশে যত্রতত্র গাড়ি পার্কিং, অবৈধ বেবি, অটো ও লেগুনা ষ্টেশন, অবৈধ ভাবে গড়ে উঠা ফুটপাট ও স্থাপনা, ফিটনেসবিহীন গাড়ি বিকল হওয়া, নিয়ন ভঙ্গ করে গাড়ি চালানো, সড়ক প্রশস্থ্য কম, ট্রাফিক আইন না মানা, নিয়ম ভঙ্গ করে ওভারটেকিং, ষ্টশন গুলোতে গাড়ি থামিয়ে চাঁদাবাজিসহ আরো নানা কারনে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে। অল্প সংখ্যক হাইওয়ে পুলিশ সদস্য যানজট নিরসনে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
মঙ্গলবার সকাল ৭টা থেকে প্রায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে বিকেল ৩টা পর্যন্ত স্থায়িত্ব থাকে। পরে পুলিশের তৎপরতায় ধীরে ধীরে যানজট নিয়ন্ত্রণে আসে।
যাত্রামুড়া এলাকায় অবস্থিত এখলাছ উদ্দিন ভুইয়া স্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী ছোয়াদা ইসলাম বলেন, সকাল ৮টায় তারা বাসে করে স্কুলে পৌছায় ৯টার মধ্যে। যানজটের কারনে সাড়ে ৯টায় বাসে উঠেন এবং স্কুলে পৌছায় গিয়ে ১২ টার দিকে।
হাসিব নামের এক বাস যাত্রী বলেন, সকালে ৮টার দিকে চিটাগাং রোড থেকে গাড়িতে উঠেছি। কাঁচপুরে এসে যানজটের কবলে পড়েছি। যেখানে কাঁচপুর থেকে বরপা যেতে সর্বোচ্চ ১০-১৫ মিনিট লাগে। কিন্তু ১ ঘণ্টা পর এখনও বসে আছি।
আব্দুর কাদির নামের এক ঠিকাদার জানান, কাঁচপুর থেকে বরপা আসতে তাদের প্রায় দুই ঘণ্টা সময় লেগেছে।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি মোহাম্মদ নবীর হোসেন বলেন, দুই মহাসড়কেই যানজট নিরসনে আমাদের পুলিশ অক্লান্ত পরিশ্রম করে থাকেন। সকাল থেকে সৃষ্টি হওয়া তীব্র যানজট নিরসন করতেও কাজ করেছেন। যার ফলে দুপুরের পর একেবারেই যানজট মুক্ত হয়েছে।
সম্পাদক: মো. তাজবীর হোসাইন
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড