শুভংকর পোদ্দার, হরিরামপুর (মানিকগঞ্জ)
মানিকগঞ্জের হরিরামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেহেনা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর মজমপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।
মৃত রেহেনা বেগম মজমপাড়া গ্রামের মো. একজেল ফরাজির স্ত্রী এবং পার্শ্ববর্তী গালা ইউনিয়নের আলমদী গ্রামের আরশেদ প্রামাণিকের বড় মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুরে রেহেনা বেগম নিজের ঘরের ভিতরে কাজ করছিলেন। এ সময় ঘরে থাকা বৈদ্যুতিক মোটরের তার স্পর্শ করলে তিনি বিদ্যুৎপৃষ্ট হন। এরপর তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঝিটকা আবির মেডিক্যালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
সম্পাদক: মো. তাজবীর হোসাইন
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড