মো. আকাশ, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
তীব্র গরমে নাজেহাল অবস্থা কর্মব্যস্ত মানুষের। যদিও এরই মধ্যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দেখা মিলেছে স্বস্তির বৃষ্টির। আজ মঙ্গলবার (২ আগস্ট) দুপুর ১টার পর সিদ্ধিরগঞ্জে মুষলধারে বৃষ্টি হয়।
এক ফোঁটা বৃষ্টির পানি যেন সিদ্ধিরগঞ্জবাসীর জন্য স্বস্তি বয়ে আনে। প্রচণ্ড গরমে নাজেহাল হয়ে যায় এখানকার সাধারণ মানুষ। তবে বৃষ্টি হওয়ায় গরম কিছুটা কমেছে। এক ঘণ্টার টানা বৃষ্টি পরিবেশকে অনেকটা শীতল করে দিয়েছে। এ বৃষ্টি অনেকটা শান্তি এনে দিয়েছে মানুষকে।
কলেজ ফেরত সাগরের সঙ্গে কথা হলে তিনি বলেন, অনেকদিন পর বৃষ্টিতে ভিজেছি। অনেক গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। কলেজ শেষে বাসায় ফেরার পথে বৃষ্টিতে ভিজলাম।
গার্মেন্টস শ্রমিক শাহীন আলম বলেন, আমি সিদ্ধিরগঞ্জ পুল এস এম টাওয়ারের একটা ফ্যাক্টরিতে চাকরি করি। বাসায় দুপুরের লাঞ্চে এসেছি। যাওয়ার পথে বৃষ্টিতে ভিজে একাকার হয়ে গেছি।
সম্পাদক: মো. তাজবীর হোসাইন
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড