এস এম শাহেদ হোসাইন ছোটন, বোয়ালখালী (চট্টগ্রাম)
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় সিএনজি চালিত টেম্পো (টিকটিকি) উল্টে মোহাম্মদ সাগর (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে বোয়ালখালী উপজেলার আফুল আহমেদের টেক এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত সাগর বোয়ালখালী বোয়ালখালী উপজেলার পুলপাড়া বদ্দার বাড়ির বাদশাহ মিয়ার ছেলে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার এরই মধ্যে গণমাধ্যমের কাছে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, আফুল আহমেদের টেক সংলগ্ন সড়কে সিএনজি চালিত টেম্পো উল্টে গুরুতর আহত হন সাগর। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
তিনি আরও বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদক: মো. তাজবীর হোসাইন
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড