আবুল মনছুর, হাটহাজারী (চট্টগ্রাম)
চট্টগ্রামের হাটহাজারীতে মো. কাশেম (৩২) নামে এক সিএনজি চালকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১ আগস্ট) দিবাগত রাত সোয়া নয়টার দিকে হালদা নদীর কুমার খালি এলাকা থেকে স্থানীয়রা লাশটি উদ্ধার করে। সে উপজেলার উত্তর মাদার্শা রহমত ঘোনা ওয়াহিদ টেন্ডলের বাড়ির মো. নুরুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত সোয়া নয়টার দিকে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেলে স্থানীয়রা লাশটি কিনারায় নিয়ে আসেন। এরপর তারা মরদেহটি কাশেমের বলে শনাক্ত করেন। পরে স্থানীয়রা লাশ উদ্ধারের বিষয়ে পরিষদে খবর দেন।
স্থানীয়রা জানান, মরদেহটি হালদা নদীর নাপিতের ঘাটা এলাকায় দেখা গিয়েছিল। চেহারা দেখা না যাওয়া এবং জোয়ারের কারণে লাশটি তুলা সম্ভব হয়নি। নিহত ব্যক্তি চারদিন আগে নিখোঁজ হয়েছিলেন। যে কারণে সোমবার হাটহাজারী মডেল থানায় পরিবারের পক্ষ থেকে একটি নিখোঁজের ডায়রিও করা হয়েছিল বলেও দাবি স্থানীয়দের। তবে মো. কাশেম আগে সিএনজি চালালেও বর্তমানে তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানায় এলাকাবাসী।
উল্লেখ্য, নিহত কাশেম বিবাহিত, তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় চেয়ারম্যান মো. শাহেদুল আলম বলেন, মরদেহ উদ্ধার করে নদীর পাড়ে রাখা হয়েছে এবং থানাকে অবহিত করা হয়েছে।
সম্পাদক: মো. তাজবীর হোসাইন
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড