• শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ৭ আশ্বিন ১৪৩০  |   ২৯ °সে
  • বেটা ভার্সন

সর্বশেষ :

sonargao

বজ্রপাতে যুবকের মৃত্যু

  আলমগীর মন্ডল, মিরপুর (কুষ্টিয়া)

০২ আগস্ট ২০২২, ১২:৩৩
বজ্রপাতে যুবকের মৃত্যু
বজ্রপাতে প্রাণ হারানো যুবক আসিফ (ফাইল ছবি)

কুষ্টিয়ার মিরপুরে বজ্রপাতে আসিফ (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হন।

নিহত আসিফ উপজেলার ধুবইল ইউনিয়নের কালিকাপুর গ্রামের মতিয়ার রহমান মধুর ছেলে। তিনি আসিফ পেশায় দিনমজুর ছিলেন।

সোমবার (১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধুবইল ইউনিয়নের কালিকাপুর মাঠে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ধুবইল ইউনিয়ন পরিষদের সদস্য শাহজামাল বরুণ বলেন, কালিকাপুর গ্রামের বরইতলা মাঠে আসিফসহ তিনজন ঘাস কাটছিলেন। এ সময় বজ্রপাতে আসিফ ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আসিফের অপর দুই সঙ্গী গ্রাম পুলিশ মামুন ও জাকিরুল ইসলাম মারাত্মক আহত হন।

তিনি আরও বলেন, আহতদের মধ্যে জাকিরুল ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের পরিবারের বরাতে মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

উপজেলা পরিবেশ ও মানবাধিকার সংরক্ষণ কমিটির সভাপতি মহাম্মদ আলী জোয়ারদার বলেন, প্রতিনিয়ত বিপুল পরিমাণের বৃক্ষ নিধন করার কারণে প্রাকৃতিক ভারসাম্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে বজ্রপাতসহ নানা প্রাকৃতিক দুর্যোগ ও প্রাণহানির ঘটনা বৃদ্ধি পাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় তিনি তাল-নারিকেলসহ বেশি বেশি লাগাতে হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড