আবুল মনছুর, হাটহাজারী (চট্টগ্রাম)
চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহতের ঘটনায় পাঁচ শিক্ষার্থীর নামাজের জানাজা হাটহাজারীর খন্দকিয়ায় সম্পন্ন হয়েছে।
নিহত শিক্ষার্থীরা হলেন- মোস্তফা নিরু, সামিরুল ইসলাম হাসান, রিদুয়ান, মারুফ ও সজীব।
শনিবার (৩০ জুলাই) সকাল ১০টায় হাটহাজারী উপজেলার খন্দকিয়া ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিহতদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার মানুষ অংশ নেন।
এ দিকে মাঠে জায়গা না পেয়ে অনেকে রাস্তায় জানাজার নামাজ আদায় করেছেন।
পরে সকাল সাড়ে ১১টায় নজুমিয়া স্কুল মাঠে আরও তিনজনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতেও হাজার হাজার মানুষ নামাজে জানাজায় অংশগ্রহণ করেন। তবে নিহতদের মধ্যে মারুফ ও জিসানের নামাজে জানাজা গতকাল রাতে সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার দুপুর ২টায় মিরসরাইয়ের খৈয়াছড়া এলাকায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হন। এ ঘটনায় ছয়জন গুরুত্বর আহত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর শুক্রবার সন্ধ্যায় গেটম্যান সাদ্দামকে আটক করে পুলিশ। বর্তমানে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড