মো. আফসার খাঁন, কালিয়াকৈর (গাজীপুর)
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার লতিফপুরের মাকিষবাথান এলাকায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৩০ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
এতে ঘটনাস্থলেই মারা যান দুইজন ও পরে কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে একজন এবং শেখ ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে হাসপাতালে নিলে গেলে আরও একজন মৃত্যুবরণ করেন। তাৎক্ষণিক নিহতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈরে থেকে ছেড়ে আসা ইতিহাস পরিবহণটি উপজেলার লতিফপুর এলাকার মাকিষবাথান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির একাডেমিক ভবনের সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে যাত্রী নিয়ে আসা নিষিদ্ধ অটোরিকশা ঘটনাস্থলে পৌঁছালে গাড়ি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এতে বিকট শব্দে ঘটনাস্থলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে পড়ে। এ সময় রক্তে ভিজে যায় মহাসড়কের রাস্তাটি। এ ঘটনায় তাৎক্ষণিক অটোরিকশার চালকসহ আরও একজন যাত্রী মারা যান। পরে এলাকাবাসী কয়েকজনকে কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও একজনকে শেখ ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। এতে মৃতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়ায়। আর বাকি একজনকে উন্নত চিকিৎসার জন্য মির্জাপুর হাসপাতালে প্রেরণ করা হয়। তবে ঘাতক বাস-গাড়িটিকে জব্দ করা হয়েছে। এলাকাবাসী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গাড়ির চালক ও হেলপার ততক্ষণে পালিয়ে যায়।
কালিয়াকৈর থানার উপ পরিদর্শক (এসআই) রাহাত আকন্দ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে যাই। ঘাতক বাস গাড়ি জব্দ করা হয়েছে। ধারণা করা হচ্ছে- অটোরিকশার চালকসহ তিন যাত্রী মারা গেছেন। নিহতরা সকলেই পুরুষ। বাকি একজন গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য মির্জাপুর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক: মো. তাজবীর হোসাইন
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড