হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম
কুড়িগ্রামের উলিপুরে ৫৩ পিস ইয়াবাসহ রফিকুল ইসলাম (২৮) ও আবু তাহের (৪৫) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৩০ জুলাই) গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার (২৯ জুলাই) বিকালে উপজেলার থেতরাই ইউনিয়নের হারুনফেড়া এলাকার ছড়ারপাড় বিলে মাছের খাদ্য রাখার ঘরে মাদক ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদ পেয়ে উলিপুর থানা পুলিশ দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করে। এ সময় অন্যান্য মাদকসেবী ও কারবারিরা পালিয়ে যায়।
এদিন অভিযান পরিচালনা করেন- উলিপুর থানার এসআই হারিছুর রহমান, এএসআই সোহাগ পারভেজসহ সঙ্গীয় ফোর্স।
গ্রেফতারকৃত আসামি রফিকুল ইসলাম উলিপুর পৌরসভার নারিকেলবাড়ী পূর্ব ছড়ারপাড় গ্রামের জহুর আলীর ছেলে এবং আবু তাহের একই এলাকার মৃত শেহর আলীর ছেলে। আসামিরা দীর্ঘদিন থেকে বিভিন্ন জায়গায় মাদক ব্যবসা করে আসছিল বলে অভিযোগ রয়েছে।
এ দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে উলিপুর থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ কবির জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শনিবার কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক: মো. তাজবীর হোসাইন
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড