মোহাম্মাদ শাহআলম মিয়া, ঝিনাইদহ
ঝিনাইদহের কৃতি সন্তান, প্রখ্যাত সাংবাদিক, কলামিস্ট ও দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক অমিত হাবিবের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৯ জুলাই) রাত সাড়ে ৮টার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে ঢাকাতে দুই দফা জানাজা শেষে শুক্রবার (২৯ জুলাই) বিকাল ৫টায় তার মরদেহ ঝিনাইদহ প্রেসক্লাব চত্বরে এসে পৌঁছায়। এ সময় ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি সাবেক সভাপতি সাইফুল মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক নিজাম জোয়াদার বাবলু, আজাদ রহমান, ঝিনাইদহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. সোহেল রানাসহ ঝিনাইদহের সকল সাংবাদিকবৃন্দ তার মরদেহে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। জানাজায় সাংবাদিক, প্রশাসন, পুলিশ বিভাগ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এরপর বিকাল ৫টার পরে অমিত হাবিবের মরদেহবাহী গাড়িটি তার নিজ গ্রামের বাড়ি জেলার মহেশপুর উপজেলার কাজীর বেড় গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে জানাজা শেষে রাত ৮টার পর পারিবারিক কবরস্থানে অমিত হাবিবের দাফন সম্পন্ন হয় বলে জানান ভাই ফয়জুল হক।
সম্পাদক: মো. তাজবীর হোসাইন
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড