এম এ মোতালিব ভূঁইয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ)
সুনামগঞ্জের দোয়ারাবাজারে পানিতে ডুবে রিহান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ জুলাই) বিকাল তিনটার দিকে উপজেলার মান্নারগাও ইউনিয়নের বাজিদপুর (উমরপুর) গ্রামের প্রবাসী নুর মিয়ার বসতবাড়ি সংলগ্ন মরাসুরমা নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত রিহান উপজেলার মান্নারগাও ইউনিয়নের বাজিতপুর (উমরপুর) গ্রামের নুর ইসলামের ছেলে।
পুলিশ, পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার দুপুর অনুমান সাড়ে বারোটার দিকে রিহান নিজ বসতবাড়ি সংলগ্ন পূর্ব পাশে মরাসুরমা নদীতে বাশের সাকোতে নিজে নিজে উঠার সময় পানিতে পড়ে ডুবে যায়। এরপর রিহানের মা মহিমা বেগমসহ বাড়ির আশপাশের লোকজন খুঁজাখুঁজি করে বিকাল তিনটার দিকে সাকোর নিচে পানিতে ডুবে থাকা অবস্থায় রিহানের মরদেহ উদ্ধার করেন।
পানিতে ডুবে শিশুমৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর বলেন, খবর পেয়ে এসআই মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক: মো. তাজবীর হোসাইন
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড