মেহেদী হাসান, লোহাগাড়া (চট্টগ্রাম)
চট্টগ্রামের লোহাগাড়ায় কথিত সাংবাদিক পরিচয়ে ম্যাজিস্ট্রেটের ভয় দেখিয়ে চাঁদাবাজি করতে গিয়ে জনতার হাতে মো. জাহাঙ্গীর আলম ও কলিম উল্লাহ নামে দুই ব্যক্তি আটক হয়েছেন। বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকালে উপজেলার কলাউজানের হিন্দুর হাট এলাকায় ঘটনাটি ঘটে।
আটককৃত জাহাঙ্গীর আলম উপজেলার চুনতি ইউনিয়নের ফারাঙ্গা মাঝের পাড়া এলাকার মোহাম্মদ মিয়ার ছেলে ও কলিম উল্লাহ আমিরাবাদের মৃত আহমদ শফির ছেলে।
ভুক্তভোগী রনি মল্লিক জানান, তিনি কলাউজান হিন্দুর হাট এলাকার শাহপীর অয়েল এজেন্সি নামে তেলের দোকান করেন। অভিযুক্ত দুই ব্যক্তি তার দোকানে তেল বিক্রির লাইসেন্স আছে কি-না; তা জানতে চান। এক পর্যায়ে অভিযুক্তরা ম্যাজিস্ট্রেটের ভয় দেখিয়ে তার কাছে চাঁদা দাবি করেন। এ সময় ব্যবসায়ী তাদের এক হাজার টাকা দেন।
পরে বিষয়টি আশপাশের ব্যবসায়ীরা টের পেলে তাদের আটক করে। পরে লোহাগাড়া বটতলী সদরের এক অফিসে তারা মুচলেকা দিয়ে সেই চাঁদার টাকা ফেরত দেন।
অভিযুক্ত জাহাঙ্গীর আলম ও কলিম উল্লাহ টাকা নেওয়ার কথা স্বীকার করে জানান, ভুল হয়ে গেছে। এ ধরণের ভুল আর কখনো হবে না। ভুক্তভোগীর কাছ থেকে নেওয়া টাকা ফেরত দিয়েছি।
লোহাগাড়ার থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান জানান, এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক: মো. তাজবীর হোসাইন
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড