মনিরুজ্জামান মনির, নন্দীগ্রাম (বগুড়া)
বগুড়ার নন্দীগ্রামে গাঁজা বিক্রির সময় এক নারীসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ জুলাই) তাদের নন্দীগ্রাম থানা থেকে বগুড়া কোর্ট হাজতে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার ভাটরা ইউনিয়নের শেখের মারিয়া গ্রামের জাকিয়া সুলতানা (৩২), নওগাঁ জেলার আত্রাই উপজেলার কোচ মারিয়া গ্রামের আলমগীর হোসেন ও নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ভাটগ্রামের শাহারা বানু (৫০)।
এর আগে গেল বুধবার দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে ২৫ গ্রাম গাঁজাসহ জাকিয়া সুলতান (৩২), আলমগীর হোসেনকে (২২) গ্রেফতার করেছিল।
অপর দিকে ধান চুরি মামলায় শাহারা বানুকে (৫০) গ্রেফতার করা হয়। সে সময় চুরি যাওয়া ধান ও চুরির মাল বহনকারী একটি ব্যাটারি চালিত চার্জার ভ্যান উদ্ধার করা হয়।
উল্লেখ্য, নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এরই মধ্যে গ্রেফতারের বিষয়টি সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছেন।
সম্পাদক: মো. তাজবীর হোসাইন
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড