• সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১৮ আশ্বিন ১৪৩০  |   ২৭ °সে
  • বেটা ভার্সন

সর্বশেষ :

sonargao

সোনারগাঁয়ে নিখোঁজের ৩ দিন পর শিশু হুমায়রার মরদেহ উদ্ধার

  নজরুল ইসলাম শুভ, সোনারগাঁ (নারায়ণগঞ্জ):

২৮ জুলাই ২০২২, ১৫:০৯
সোনারগাঁ
নিহত হুমায়ারা। ছবি- সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নিখোঁজের তিন দিনপর হুমায়রা (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় একটি কাঠ বাগান থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হুমায়ারা উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের দুলাল মিয়ার মেয়ে। সে স্থানীয় মৃধাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহত শিশুর পিতা দুলাল মিয়া জানান, গত সোমবার আমার বড় ছেলে সজিবের স্ত্রী বৈশাখীর সঙ্গে আমার মেয়ে হুমায়ারা বের হওয়ার পর আর বাসায় ফিরে আসেনি। তারপর থেকেই সে নিখোঁজ ছিল। আমার আত্নীয় স্বজনদের বাড়ীতে এবং আসেপাশে সন্ধান করেও তাকে খুঁজে পাইনি। পরে থানায় একটি নিখোঁজ ডায়েরী করেছি। আজ বৃহস্পতিবার সকালে পাশ্ববর্তী নয়াগাঁও গ্রামের একটি কাঠবাগানে স্থানীয় এক ব্যক্তি গরুর জন্য ঘাস কাটতে গিয়ে মাটিতে পুতে রাখা অবস্থায় লাশটি দেখতে পেয়ে আমাদের খবর দেয়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এ সময় সন্দেহভাজন হিসেবে নিহতের ভাই সজিব, ভাবি বৈশাখী ও সজিবের শ্বাশুরী সেতারা বেগমকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, ধারণা করা হচ্ছে শিশুটি হত্যাকাণ্ডের শিকার হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন শেষে বিস্তারিত জানা যাবে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড