মো. নাজমুল সাঈদ সোহেল, চকরিয়া (কক্সবাজার)
কক্সবাজারের মাতামুহুরীতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ জুলাই) ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সকালে সম্মেলনের সূচনার পর সন্ধ্যায় কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
সম্মেলনে প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনের কাউন্সিলরেশনে সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা আহবায়ক পুনরায় পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা সভাপতি ও চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, অনুষ্ঠিত সম্মেলনে চকরিয়া উপজেলা ও মাতামহুরী সাংগঠনিক উপজেলার আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক: মো. তাজবীর হোসাইন
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড