এম আনোয়ার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম)
চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-৭। মঙ্গলবার (২৬ জুলাই) সকাল ১১টায় মিরসরাই পৌরসদরের বাসষ্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মিরসরাই উপজেলার ৮নং দুর্গাপুর ইউনিয়নের পূর্ব দুর্গাপুর গ্রামের নুরুল ইসলামের পুত্র রিয়াজ উদ্দিন (৩০), মিরসরাই পৌরসভার মধ্যম মঘাদিয়া গ্রামের খোরশেদ আলমের পুত্র আব্দুল কাদের (২৯) ও কুমিল্লা জেলার দেবিদ্বার থানার বড়কন্তা গ্রামের আবুল হাসেমের পুত্র রবিউল হোসেন (৩০)।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানান, গ্রেফতারকৃত ৩ আসামি উদ্ধারকৃত অস্ত্র দিয়ে দীর্ঘদিন যাবৎ এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন। এছাড়াও গত ইউপি নির্বাচনে এলাকায় আধিপত্য বিস্তারসহ প্রতিপক্ষকে ভয় দেখানো ও বিভিন্ন মাদক কারবারিদের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও নিরাপত্তা নিশ্চিতকল্পে ব্যবহার করতেন।
তিনি আরও জানান, গ্রেফতার তিন আসামী ও উদ্ধারকৃত অস্ত্র আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর মিরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে।
মিরসরাই থানার উপ পরিদর্শক (এসআই) কৃষ্ণ লাল ঘোষ বলেন, র্যাব-৭ মঙ্গলবার রাতে বাদী হয়ে একটি অস্ত্র মামলা দায়ের করে। গ্রেফতারকৃত তিন আসামিকে বুধবার সকালে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক: মো. তাজবীর হোসাইন
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড