এম আনোয়ার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম)
চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে হুমায়রা নামে ১৫ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ জুলাই) বিকালে উপজেলার ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চুনিমিঝিরটেক এলাকার ওমর আলী ভূঁইয়া বাড়ীতে দুর্ঘটনাটি ঘটে।
শিশু হুমায়রা ওই বাড়ির সিএনজি অটোরিকশা চালক রিপনের একমাত্র কন্যা।
এলাকার বাসিন্দা আব্দুল্লাহ আল নোমান বলেন, ঘটনার দিন বিকালে হুমায়রার বাবা রিপন বাড়ির পুকুরে বড়শি ফেলে দিয়ে মাছ ধরছিলেন। এ সময় হুমায়রা পুকুর পাড়ে কয়েকজন শিশুসহ খেলা করছিল। হঠাৎ সবার অগোচরে সে পুকুরের পানিতে ডুবে যায়। পরে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটির মরদেহ পুকুরে ভাসতে দেখা যায়।
৬ নম্বর ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা পানিতে ডুবে শিশু মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক: মো. তাজবীর হোসাইন
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড