শাকিল মুরাদ, শেরপুর
শেরপুরের নকলায় রাস্তা পারাপারের সময় বাসের চাকায় পৃষ্ট হয়ে নারজিনা আক্তার (৪৮) নামে এক পথচারী মারা গেছেন। বুধবার (২৭ জুলাই) রাতে উপজেলার গনপদ্দী কৈয়ার বাজারে এ ঘটনা ঘটে।
নিহত নারজিনা উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের বানেশ্বর্দী খন্দকার পাড়া এলাকার মৃত মিরাজ আলীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নারজিনা আক্তার সন্ধ্যার পর বাড়ি থেকে গনপদ্দী এলাকায় নাতি দেখতে বের হন। এরপর রাত পৌনে ৯টার দিকে নাতির জন্য গনপদ্দী বাজারের দোকান থেকে চিপস ও চানাচুর কিনেন। এ সময় রাস্তা পারাপারের সময় শেরপুরগামী সোনার বাংলা পরিবহনের বাসের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান বলেন, নকলা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের গনপদ্দী বাজারে শেরপুরগামী সোনারবাংলা পরিবহন চাপা দিলে নারজিনা আক্তার ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক: মো. তাজবীর হোসাইন
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড