মো. গোলামুর রহমান, লংগদু (রাঙ্গামাটি)
রাঙ্গামাটির লংগদু উপজেলার মাইনী এলাকাতে নদীতে ডুবে সাদিয়া (১৩) নামে এক কিশোরী নিখোঁজ হয়েছেন।
বুধবার (২৭ জুলাই) বিকাল ৪টায় নদীতে গোসল করতে নামে মাইনী ইউনিয়নের মুরব্বি টিলা এলাকার জালাল সওঃ এর মেয়ে সাদিয়া ও তার খালাত বোন সুমাইয়া। এ সময় নদীতে পাহাড়ি ঢল থাকায় দুজনকেই পানিতে ভেসে যেতে দেখে পরিবারের লোকজন। এরপর তাদের উদ্ধারের চেষ্টা করলে সুমাইয়াকে ধরতে পারা গেলেও সাদিয়া পানিতে ডুবে যায়।
পরিবার, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সুমাইয়া তার পরিবারের সাথে ঘনমোড় থেকে সাদিয়ার দাদীর জালাল সওঃ মা এর শেষ বিদায় দেওয়ার জন্য আসে। দাদীর দাফন শেষে সাদিয়া ও সুমাইয়া গোসল করতে গিয়ে পানিতে হারিয়ে যায় সাদিয়া।
এক দিকে মাকে হারালেন সকালে, আর নিজের দ্বিতীয় কন্যাকে বিকালে হারিয়ে পাগল পারা হয়ে হতভম্ব সাদিয়ার বাবা-মা।
উল্লেখ্য, সংবাদটি লেখা পর্যন্ত নিখোঁজ কিশোরীকে খুঁজে পাওয়া যায়নি।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড