এম আনোয়ার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম)
মিরসরাইয়ে ১৪শ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলিশ। ওই যুবকের নাম সজীব মিয়া (২৬)। গত মঙ্গলবার (২৬ জুলাই) বেলা এগারোটার দিকে মিরসরাই পৌরসভার সেবা আধুনিক হাসপাতালের পেছন থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামি সজীব ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার পাঁচ কাইচাইল গ্রামের মিয়া বাড়ীর মতিন মিয়ার পুত্র।
মিরসরাই থানার উপ পরিদর্শক (এসআই) আমীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে মিরসরাই পৌরসভার সেবা আধুনিক হাসপাতালের পেছন থেকে ১৪শ পিস ইয়াবাসহ সজীবকে আটক করা হয়।
এ বিষয়ে পরে তাকে গ্রেফতার দেখিয়ে মিরসরাই থানায় মাদকদ্রব্য আইনে মামলা (নং-১৩) দায়ের করে আসামিকে দুপুরে কোর্টে প্রেরণ করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
সম্পাদক: মো. তাজবীর হোসাইন
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড