শাকিল মুরাদ, শেরপুর
শেরপুরের নকলায় পারিবারিক কবরস্থানে বিদ্যুতায়িত হয়ে রোমান (১৪) নামে এক স্কুলছাত্র মারা গেছেন। মঙ্গলবার (২৬ জুলাই) বিকালে উপজেলার গণপদ্দি ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে। রুমান ওই এলাকার আনসার আলীর ছেলে। তিনি কৃষ্ণপুর দাখিল মাদরাসার ৯ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নকলা উপজেলার কৃষ্ণপুর এলাকায় জনৈক খৈয়মদের পারিবারিক কবরস্থানে পিডিবির অবৈধ সংযোগের মাধ্যমে বাতি জ্বালানো হচ্ছিল। মঙ্গলবার বিকালে রুমান বাড়ি থেকে ছাগল খুঁজতে বের হন। ছাগল খুঁজতে এক পর্যায়ে কবরস্থানে দিকে যান। কিন্তু কবরস্থানের দেওয়ালে লোহার গ্রিল আগে থেকেই বিদ্যুতায়িত হয়ে থাকায় সেই দেওয়ালে হাত দিতেই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে।
উপজেলা পিডিবির প্রকৌশলী মো. ছোরহাব আলী জানান, ঘটনাটি শুনে লাইনম্যান রফিককে ঘটনাস্থলে পাঠিয়ে অবৈধ সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে। অবৈধ সংযোগ ব্যবহারকারীদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নকলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইস্কান্দার হাবিব বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড