আব্দুর রউফ রুবেল, গাজীপুর
গাজীপুরের শ্রীপুরে আলাদা তিনটি ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন পুরুষ অপর দুইজন নারী।
সোমবার (২৫ জুলাই) বিকাল ৫টা থেকে ৭টার মধ্যে এই তিনজনের মৃত্যু হয়।
এদিন সন্ধ্যা ৭টার দিকে পৌর শহরের চৌরাস্তা এলাকায় টায়ারের দোকানে কাজ করার সময় আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে নেওয়ার পথে মারা যান আফাজ উদ্দিন (৩৫) নামের একজন। তিনি পৌরসভার ২নং ওয়ার্ডের পাগলা বাড়ী এলাকার প্রয়াত আবুল হাসেমের ছেলে।
প্রত্যক্ষদর্শী রাসেল জানান, আফাজ একটি টমটমের চাকার লিক সারিয়ে হাওয়া দিচ্ছিলেন এ সময় চাকায় লাগানো ৪টি নাট খোলে কপালে লাগে। এরপর আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়লে তাকে শ্রীপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে গাজীপুরের শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক নজরুল ইসলাম বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মাথায় আঘাত নিয়ে আফাজ উদ্দিনকে হাসপাতালে নিয়ে আসা হয় উন্নত চিকিৎসার জন্য আমরা তাকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজে রেফার্ড করি।
এ দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখন্ড গ্রাম থেকে রিয়া আক্তার নামে এক পোশাক কারখানায় নারী শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত নয়টার দিকে পৌরসভার কেওয়া পূর্বখন্ড গ্রামের জৈনেক মোবারক হোসেনের বাড়ি থেকে ঐ পোশাক কারখানায় নারী শ্রমিকের মরদেহ উদ্ধার করে শ্রীপুর থানা পুলিশ। নিহত পোশাক কারখানায় শ্রমিক রিয়া আক্তার (১৮) এর বাড়ি নরসিংদী জেলার বলে জানা যায়। তিনি শ্রীপুর পৌরসভার ফখরুদ্দিন টেক্সটাইল নামক একটি কারখানায় শ্রমিকের কাজ করতেন।
এছাড়া উপজেলা গোসিংগা ইউনিয়নের গোসিংগা বাজারে অটোরিকশার সাথে ধাক্কা লেগে মারা যান ফরিদা খাতুন (৫৫)। তিনি গোসিংগার দরিখোজেখানি গ্রামের মৃত আব্দুল মজিদের স্ত্রী।
নিহতের আত্মীয় রাজীব প্রধান বলেন, ফরিদা খাতুন আত্মীয়ের বাড়ীতে যাওয়ার উদ্দেশ্যে বরমী ইউনিয়নের বৈরাগবাড়ী সিএনজি স্টেশনে গেলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা শরীরের উপরে তুলে দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং নাক ও মুখ দিয়ে রক্ত ক্ষরণ হয়। উদ্ধার করে শ্রীপুর হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ঢাকার উত্তরা এলাকায় গেলে তিনি মারা যান।
গোসিংগা ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য কবির শেখ বলেন, ফরিদা খাতুনের মৃত্যুর খবর শুনেছি। তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তার লাশ বাড়ীতে আনা হচ্ছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে পোশাক কারখানার নারী শ্রমিক রিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকি দুজনের বিষয়ে এখনো কেউ থানায় জানা যায়নি। খোঁজ নিয়ে এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক: মো. তাজবীর হোসাইন
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড