আবুল মনছুর, হাটহাজারী (চট্টগ্রাম)
দেশের প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র এবং বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীর মা মাছ সুরক্ষা ও মৎস্য খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে জেলা পর্যায়ে মৎস্য পুরস্কার-২০২২ পেয়েছেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহিদুল আলম।
শনিবার (২৩ জুলাই) জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠান জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান উপজেলা নির্বাহী অফিসারকে মৎস্য পুরস্কার-২০২২ এর ক্রেস্ট ও সনদ তুলে দেন।
ইউএনও শাহিদুল আলম বলেন, হালদা সুরক্ষায় হাটহাজারীতে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিকা রাখছেন এই স্বীকৃতি তাদের।
এ সময় উপজেলা প্রশাসন, হাটহাজারীর পক্ষ থেকে সকল সহযোগীর প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক: মো. তাজবীর হোসাইন
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড