সোহেল রানা, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের শাহজাদপুরে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপদ বিভাগ। রবিবার (২৪ জুলাই) সকাল থেকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের শাহজাদপুর বিসিক বাস স্ট্যান্ডে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
ঢাকা জোনের সম্পত্তি ও আইন কর্মকর্তা (সওজ) এর উপ সচিব কামরুজ্জামান মিয়া ও সিরাজগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু মুনসুর আহমেদের নেতৃত্বে এদিন অভিযান কার্যক্রম পরিচালিত হয়।
জানা যায়, মহাসড়কে অবৈধভাবে গড়ে ওঠা এসব ছোট বড় কাচা পাকা স্থাপনা অপসারণে সড়ক বিভাগ থেকে ২০ জুলাই নোটিশ প্রদান করা হলেও তারা নিজ উদ্যোগে অপসারণ না করায় রবিবার সকালে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সড়ক বিভাগ।
উল্লেখ্য, যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামাল দিতে বিসিক বাস স্ট্যান্ড এলাকায় বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে।
সম্পাদক: মো. তাজবীর হোসাইন
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড