এমদাদুল হক লালন, বকশীগঞ্জ (জামালপুর)
জামালপুরের বকশীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
রবিবার (২৪ জুলাই) উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে মৎস্য সপ্তাহ উপলক্ষে সকালে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ শেষে সরকারি গনগন্থগারে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজার সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, কৃষি কর্মকর্তা আলগির আজাদ, বকশীগঞ্জ থানার (ওসি) তদন্ত আব্দুর রহিম, শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ প্রমুখ।
উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম রিয়েল।
উল্লেখ্য, আলোচনা সভা শেষে দুইজন সফল মৎস্য চাষিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সম্পাদক: মো. তাজবীর হোসাইন
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড