মিজানুর রহমান, টেকনাফ (কক্সবাজার)
কক্সবাজারের টেকনাফ মডেল থানা পুলিশের অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ও এক কেজি ক্রিস্টাল মেথ আইস, দুইটি তলোয়ার, একটি রাম দা, দুইটি চাপাতি, একটি দা ও একটি হাতুড়ীসহ একজন অস্ত্রধারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামি হলেন- টেকনাফ সদর ইউনিয়নের তুলাতুলী এলাকার ৩নং ওয়ার্ডের মীর কাশেমের ছেলে এনামুল করিম।
শনিবার (২৩ জুলাই) সকালে টেকনাফ মডেল থানা পুলিশ গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে। তারা জানায়, শনিবার রাত অনুমান ১২ টার দিকে টেকনাফ মডেল থানা পুলিশের একটি চৌকস টিম টেকনাফ থানাধীন সদর ইউপিস্থ ৩ ওয়ার্ডের তুলাতুলি এলাকার মৌলভী জামাল মার্কেটের বিপরীত পাশে ইদগাহ মাঠে অভিযান চালালে এনামুল করিমকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থাকা ১০ হাজার পিস ইয়াবা ও এক কেজি ক্রিস্টাল মেথ আইস, দুইটি তলোয়ার, একটি রাম দা, দুইটি চাপাতি, একটি দা ও একটি হাতুড়ী উদ্ধার করা হয়। এ সময় উপস্থিত স্থানীয় জনগণ ও সাক্ষীদের সামনে এসব জিনিস জব্দ করা হয়।
উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সম্পাদক: মো. তাজবীর হোসাইন
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড