আব্দুর রউফ রুবেল, গাজীপুর
গাজীপুরের শ্রীপুরে বিয়ের তিন মাস পর স্ত্রীকে হত্যা করে হাসপাতালে লাশ রেখে পালিয়েছে স্বামী।
শনিবার (২৩ জুলাই) বিকাল ৫টার দিকে উপজেলার ১নং সিএন্ডবি এলাকার আফতাব উদ্দিনের বাড়ীতে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের লাশ উদ্ধার করে। স্বজনদের অভিযোগ- নিহত আলপিনাকে তার স্বামীই হত্যা করেছে।
নিহত আফরিনা সুলতানা (১৮) নেত্রকোনা জেলার ঠাকুরকোনা গ্রামের প্রয়াত রহমত আলীর মেয়ে। অভিযুক্ত শাহীন মিয়া হলো নেত্রকোনা জেলার আটপাড়া থানার কামতলা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। পুলিশ এ ঘটনায় শাহিনের মা নুরুন্নাহারকে আটক করা হয়।
নিহতের বড় ভাই খাইরুল ইসলাম জানান, চলতি বছরের এপ্রিল মাসের ৮ তারিখে আফরিনার সাথে পারিবারিকভাবে শাহীনের বিয়ে হয়। পরবর্তীকালে স্বামী-স্ত্রী শ্রীপুরের ১নং সিএন্ডবি এলাকার আফতাব উদ্দিনের বাড়ীতে ভাড়া থাকতে শুরু করেন। আফরিনা সুলতানা স্থানীয় জোবায়ের নামক কারখানায় এবং শাহীন স্থানীয় মেঘনা কারখানায় চাকুরি করতেন। বিয়ের পর থেকে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল। এমনকি ইদুল আজহার আগে শাহীন আফরিনাকে বেধড়ক মারপিট করেছিল।
শনিবার বিকাল ৫টার দিকে তারা জানতে পারে, আফরিনা মারা গেছে। হাসপাতালে লাশ রেখে স্বামী শাহীন পালিয়ে গেছে। আফরিনার থুতনীর নিচে, গালে, কপালসহ শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। তারা অভিযোগ করে বলেন, শাহীন আফরিনাকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজিয়েছে। শাহীন নিজে হাসপাতালে লাশ রেখে পালিয়ে গেছে।
শ্রীপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আসমাউল হুসনা জানান, আফরিনাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। সাথে আসা লোকজন লাশ ফেলে পালিয়ে গেছে। খবর দিলে শ্রীপুর থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জিন্নাহ জানান, আফরিনার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের শাশুড়ি মোছা. নুরুন্নাহারকে আটক করা হয়েছে। স্বামী শাহীন এখনো পলাতক রয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান এরই মধ্যে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক: মো. তাজবীর হোসাইন
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড