মো. কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশ (চট্টগ্রাম)
চট্টগ্রামের চন্দনাইশে বৈদ্যুতিক শর্টসার্কিটের অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ হয়ে মমতাজ বেগম (৫৫) নামে এক প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শুক্রবার (২২ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মুন্সিপাড়া এলাকায় মাওলানা আবদুল হকের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা ওই এলাকার মৃত বাদশা মিয়ার স্ত্রী।
এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে চন্দনাইশ ফায়ার সার্ভিসের ষ্টেশন মাষ্টার শাহ্ আলম জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার সাথে সাথেই আমরা দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দিলেও পথিমধ্যে আগুন নিয়ন্ত্রণে আসার খবর পাই। এরপর আমরা স্টেশনে ফিরে আসি। ক্ষয়ক্ষতি ও মৃত্যু সংক্রান্ত বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।
হাশিমপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট খোরশেদ বিন ইসহাক ও চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন এরই মধ্যে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক: মো. তাজবীর হোসাইন
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড