আবুল মনছুর, হাটহাজারী (চট্টগ্রাম)
চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরের পানিতে ডুবে রিসান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার ফতেপুর ইউনিয়নের মদনহাট গাজিপাড়া এলাকার ইমাম উদ্দিন টেন্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত রিসান ওই এলাকার মো. ইকবাল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে বাড়ির বাইরে খেলতে যায় শিশু রিসান। এর বেশ কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার পরিবারের সদস্যরা।
এক পর্যায়ে বাড়ির পাশে গাজিপাড়া জামে মসজিদের পুকুরে শিশুটিকে ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরবর্তীকালে স্থানীয় লোকজনের সহায়তায় পরিবারের লোকজন শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে সেদিনই বাদে আছর নামাজে জানাজার পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সম্পাদক: মো. তাজবীর হোসাইন
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড