শাকিল মুরাদ, শেরপুর
শেরপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে ইসরাফিল হোসাইন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ জুলাই) বিকালে সদরের তিলকান্দি বাঙ্গরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ইসরাফিল হোসাইন ওই এলাকার সানোয়ার হোসেন সানার ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ইসরাফিল হোসাইন নিজের জায়গায় মাছের প্রজেক্ট করে দিনাতিপাত করতো। তার পাশেই আসাদুজ্জামান তোজির উদ্দিনের একটা মাছের প্রজেক্ট (পুকুর) আছে। দু'দিন আগে তোজির উদ্দিন তার প্রজেক্টে সেচ দেওয়ার জন্য বৈদ্যুতিক সেচ পাম্প চেয়ে নেয় ইসরাফিলের কাছ থেকে।
পরে আজ দুপুরে ওই সেচ পাম্প নিতে যায় ইসরাফিল। এসময় বিদ্যুৎ না থাকায় সেচ পাম্পের তার বিচ্ছন্নকালে হঠাৎ বিদ্যুৎ চলে আসে। এতে ওই তারেই বিদ্যুতায়িত হয় ইসরাফিল। পরে আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাকুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান হায়দার আলী বলেন, বিদ্যুৎপৃষ্টে একজনের মৃত্যুর খবর পাই সন্ধ্যার দিকে। এ বিষয়ে তার পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করছি।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড