তানভীর আহমেদ হীরা, জামালপুর:
মেধাবী শিক্ষার্থী শিশু সমৃদ্ধি এর সড়ক দূর্ঘটনায় মর্মান্তিক মৃত্যুর প্রেক্ষিতে নিরাপদ সড়ক ব্যবস্থা বাস্তবায়ন এবং মুমূর্ষু রোগীদের জন্য হাসপাতালে জরুরি ও উন্নত চিকিৎসা সেবার দাবি ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পৌরসভা মেয়র বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার (১৮ জুলাই) দুপুরে সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা শাখা ও হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক জামালপুর জেলার আয়োজনে ১০দফা দাবি আদায়ের লক্ষ্যে সংগঠনের সভাপতি জাহাঙ্গীর সেলিমের নেতৃত্বে জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ ও পৌরসভা মেয়র ছানোয়ার হোসেন ছানুর নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদানের সময় সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত স্কুল পডুয়া শিশু সমৃদ্ধি ধরের পিতা সৌমিক ধর, হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সদস্য সচিব আরজু আহম্মেদ, সম্মিলিত সামাজিক আন্দোলনের সাংগঠনিক সম্পাদক সুমন মাহমুদ, প্রচার সম্পাদক সাংবাদিক তানভীর আহমেদ হীরা, সাংবাদিক জুয়েল রানা, সমাজ সেবক রাজনসহ আরও অনেকেই।
এ সময় ১০ দফা দাবি সম্বলিত স্মারকলিপিতে উল্লেখ করা হয় শহরের বকুলতলা চত্বরসহ প্রতিটি সড়কের জনবহুল মোড়ে ট্রাফিক পুলিশ নিয়োগ করা, জেব্রা ক্রসিং, প্রয়োজন অনুসারে স্পিড বেকার স্থাপন অথবা ডিজিটাল সিগনাল ব্যবস্থা চালু করা, লাল, সবুজ ইজিবাইক পর্যায়ক্রমে একদিন লাল, অন্যদিন সবুজ রাস্তায় চলাচল করা, ১৮ বছরের নিচের শিশুদের দিয়ে ইজিবাইক চালানো নিষিদ্ধ করা, যানবাহনের কাছ থেকে মোড়ে মোড়ে চাঁদাবাজি বন্ধ করা, ট্রাফিক সপ্তাহ নিয়মিত পালন করা, অনিয়ন্ত্রিত প্রতিটি যানবাহন নিষিদ্ধ করা, নিবন্ধনবিহীন যানবাহন নিষিদ্ধ করা, ড্রাইভিং লাইসেন্সবিহীন গাড়ি চালনো নিষিদ্ধ করা, জামালপুর জেনারেল হাসপাতালে মূমুর্ষু রোগীদের জন্য সিসিইউ, আইসিইউ ব্যবস্থা চালু করা, হাসপাতালে সেবার মান বা উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা।
সম্পাদক: মো. তাজবীর হোসাইন
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড