সাইদুর রহমান, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ):
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তার করার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হামজালাকে কুপিয়ে হাতের রগ কেটে হত্যার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (১৬ই-জুলাই) উপজেলার ভুলতা ইউনিয়নের শিংলাবো এলাকায় এ ঘটনা ঘটে। আহত হামজালা উপজেলার পাচাইখা এলাকার শফিউদ্দিন শফির ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হামজালা, ওবায়দুর ও উপজেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক আতিকুর রহমান মঈন গ্রুপের মাঝে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল।
শনিবার দুপুরে ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হামজালার লোক ফাহিমের সঙ্গে প্রতিপক্ষ ওবায়দুর ও আতিকুর রহমান মঈন গ্রুপের লোক পায়েল মিয়ার তুচ্ছ ব্যাপার নিয়ে বাকবিতন্ডা হয়। এসময় ফাহিম রেগে গিয়ে পায়েলকে থাপ্পর দেন। এসময় দুজনের মাঝে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ ঘটনা মিমাংসার জন্য বিচার করতে ওবায়দুর ও মঈন রাতে হামজালাকে তাদের শিংলাবো অফিসে ডাকেন। পরে হামজালা ঘটনাস্থলে পৌছেঁ বিষয়টি মিমাংসার চেষ্টা চালানোর এক পর্যায়ে দুইপক্ষের মাঝে বাকবিতন্ডা ও ধাক্কধাক্তি শুরু হয়ে যায়। পরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামজালাকে কুপিয়ে ডান হাতের রগ কেটে ফেলে হত্যার চেষ্টা চালায়। সেইসাথে তাকে এলোপাথারিভাবে কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে।
এদিকে হামজালার পরিবারের লোকজনের দাবি, ওবায়দুর ও মঈন পরিকল্পিতভাবে হামজালাকে ডেকে নিয়ে হাতের রগ কেটে হত্যার চেষ্টা চালায়।
এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল হাসান সবুজ জানান, প্রতিপক্ষের সন্ত্রাসীরা হামজালার ডান হাতের রগ কেটে ফেলে। পরে তাকে মূমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে ভুলতা ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর মাহবুবুর রহমান বলেন, এ ঘটনার সংবাদ শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক: মো. তাজবীর হোসাইন
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড