শাকিল মুরাদ, শেরপুর
শেরপুরের শ্রীবরদীতে নানার বাড়ি বেড়াতে এসে গর্তের পানিতে ডুবে রিয়া মনি নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের গেরামারা তিনঘড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
রিয়া মনি ঝিনাইগাতী উপজেলার ধানশাইল গ্রামের আ. রহিমের মেয়ে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ঝিনাইগাতী উপজেলার ধানশাইল গ্রামের মৃত আ. হামিদের ছেলে আ. রহিমের সাথে শ্রীবরদী উপজেলার গেরামারার তিনঘড়িপাড়া গ্রামের কোশাই শেখের মেয়ে তাসলিমা বেগমের বিয়ে হয়। বিয়ের পর তাদের ঘরে আসে একটি কন্যা সন্তান।
গত বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে মেয়ে রিয়া মনিকে সাথে নিয়ে মা তাসলিমা বেগম বাবার বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে খেলার ছলে সবার অগোচরে বাড়ির সাইডে টিউবওয়েলের ময়লা পানি যাওয়ার জন্য করা গর্তে পড়ে যায়। পরে রিয়া মনিকে খোঁজতে থাকে স্বজনরা।
এক পর্যায়ে রিয়া মনিকে ওই গর্তে ভাসতে দেখে স্থানীয়রা। পরে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিয়া মনিকে মৃত বলে ঘোষণা করেন।
কাকিলাকুড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন, বাড়ির সাইডে টিউবওয়েলের ময়লা পানি যাওয়ার গর্ত ছিল, সেখানে ছোট মেয়েটির হাতে থাকা বাটি পড়ে যায়, ওই বাটি নিতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়।
শ্রীবরদী থানার এসআই সেলিম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তের জন্য একটি আবেদন প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক: মো. তাজবীর হোসাইন
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড