আব্দুল মালেক, স্টাফ রিপোর্টার (গাজীপুর)
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদ্যযোগদানকৃত কমিশনার মোল্যা নজরুল ইসলাম জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
বৃহস্পতিবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের কনফারেন্স হলে প্রথমে সাংবাদিকদের সাথে পরিচিতি পর্ব শেষ করেন। পরে তিনি সাংবাদিকদের কাছ থেকে নগরীর বিভিন্ন সমস্যার কথা মনযোগ দিয়ে শুনেন।
সমস্যা সমাধানে নিজের দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন এবং সাংবাদিকদের সহায়তা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত কমিশনার মো. বরকতুল্লা খান, উপ-কমিশনার তানভীর মমতাজ, উপ-কমিশনার ইলতুৎমিস, উপ-কমিশনার ফারজানা ইসলাম, উপ-কমিশনার নূরে আলম, উপ-কমিশনার আব্দুল্লাহ আল-মামুনসহ জিএমপি পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
মতবিনিময় সভায় উপ-কমিশনার জাকির হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন গাজীপুর প্রেস ক্লাবের সভাপতি মো. মাজহারুল ইসলাম মাসুম, সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন, সাবেক সভাপতি অধ্যাপক মুকুল কুমার মল্লিক, মুজিবুর রহমান, সমকালের প্রতিনিধি ইজাজ আহাম্মেদ মিলন, একুশে টিভির প্রতিনিধি অপূর্ব রায়,বাংলাভ’মি পত্রিকার সম্পাদক নজরুল ইসলাম আজাহার, ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি আবুল হাসান, ডিবিসি নিউজের প্রতিনিধি মাহমুদা সিকদার, আজকের পত্রিকার প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ, এশিয়ান টিভির প্রতিনিধি আনোয়ার হোসেন, এখন টিভির গাজীপুর প্রতিনিধির ইফতেখার হোসেন প্রমুখ।
এর আগে গত ৩০ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার হিসেবে নিয়োগ প্রাপ্ত হন এবং গতকাল বুধবার তিনি আনুষ্ঠানিকভাবে নতুন কর্মস্থল জিএমপি’র কমিশনার পদে যোগদান করেন।
সম্পাদক: মো. তাজবীর হোসাইন
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড