নাসিম আজাদ, পলাশ (নরসিংদী)
নরসিংদীর পলাশে মোটরসাইকেলের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রতন মিয়া (৫৫) নামে এক অটোরিকশার চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে পলাশ উপজেলার জিনারদীর সাতটেকিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত রতন মিয়া ঘোড়াশাল পৌর এলাকার চামড়াবো গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার জানান, সকালে অটোরিকশা চালক রতন মিয়া চামড়াবো বাজার থেকে যাত্রী নিয়ে সাতটেকিয়া বাজারে যাচ্ছিল। এসময় সাতটেকিয়া গ্রামের ভিতর দোকানের পাশে সড়কের অপর পাশ দিয়ে আসা দ্রুতগামি একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অটোচালক মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, দুর্ঘটনার খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক: মো. তাজবীর হোসাইন
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড