এমদাদুল হক লালন, বকশীগঞ্জ (জামালপুর)
জামালপুরের বকশীগঞ্জে দশানি নদীতে গোসল করতে গিয়ে মিমি (৮) নামে এক শিশু নিখোঁজ হয়।
বুধবার (১৩ জুলাই) দুপুর ২টার দিকে মেরুরচর ইউনিয়নে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় শিশু মিমি ২০ ঘন্টা পর তার মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহত মিনি মেরুরচর ইউনিয়নের পূর্ব সেকেরচর গ্রামের মিস্টার আলীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে মিমি নদীতে গোসল করতে গিয়ে তলিয়ে যায় পরে স্থানীয় লোকজন তাৎক্ষণিক অনেক খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসকে খবর দেয় খবর পেয়ে ফায়ার সার্ভিসের দ্রুত এসে ডুবুরী দল উদ্ধার তৎপরতা শুরু করে।
এরপর ৪ ঘন্টা খোঁজাখোঁজির পর কোথাও সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকাল ১০টায় নদীতে তার লাশ ভেসে উঠে।
জেলা ফায়ার সার্ভিসের টিম লিডার শহিদুল ইসলাম দৈনিক অধিকারকে বলেন, শিশু নিখোঁজের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে টানা ৪ ঘন্টা উদ্ধার তৎপরতা চালায় কোথাও তার লাশ খুঁজে পাইনি।
তিনি আরও বলেন, আজ বুধবার সকাল ১০টার দিকে ঘটনার স্থল থেকে ৩ কিলোমিটার দূরে তার লাশ ভেসে উঠে আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করি।
সম্পাদক: মো. তাজবীর হোসাইন
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড