আবিদ মাহমুদ, রাউজান (চট্টগ্রাম)
চট্টগ্রামের রাউজানে অবৈধ অস্ত্র ব্যবসায়ী মো. আজম খানকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
এর আগে গত সোমবার দিবাগত রাত ২টার দিকে রাউজান পৌরসভার ১নম্বর ওয়ার্ডের ব্রীক ফিল্ড এলাকার লোহার ব্রীজ সংলগ্ন মমতাজ কটেজ অ্যান্ড কমাউন্ডের সামনে অস্ত্র বিক্রয়ের উদ্দেশে অবস্থানকালে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি দোনলা বিশিষ্ট অস্ত্র (এলজি) ও দুটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেফতার হওয়া অস্ত্র ব্যবসায়ী আজম হাটহজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তালুকদার বাড়ির প্রয়াত মো. জামাল উদ্দিনের ছেলে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হরুন বলেন, বিক্রির উদ্দেশে অবৈধ অস্ত্র ও কার্তুজ নিয়ে অবস্থানকালে অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, অস্ত্র ব্যবসায়ী আজম খান হাটহজারী থানার হত্যা, অস্ত্র, ডাকাতিসহ ৬ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
সম্পাদক: মো. তাজবীর হোসাইন
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড