মো. রুম্মান হাওলাদার, পিরোজপুর
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মো. ইব্রাহিম হোসেন। বুধবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১১টায় মঠবাড়িয়া প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।
ছাত্রলীগ নেতা ইব্রাহিম হোসেন মঠবাড়িয়ার কৃতি সন্তান এবং ঢাকা মহানগর (উত্তর) ছাত্রলীগের সভাপতি।
মতবিনিময় সভায় প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মিজানুর রহমান মিজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রোকনুজ্জামান শরীফের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে ইব্রাহিম হোসেন বলেন, আমার জন্মভূমি মঠবাড়িয়া থেকেই ছাত্রলীগের রাজনীতেতে হাতেখড়ি। এরপর ঢাকার রাজপথে মিছিলের পিছনে থাকা সেই আমি আজ ঢাকা মহানগর ছাত্রলীগের গুরুত্বপূর্ণ একটি ইউনিটের দায়িত্ব পালন করছি।মাননীয় প্রধানমন্ত্রী যাচাই বাছাই করেই আমাকে এ দায়িত্ব অর্পণ করেছেন।
তিনি আরও বলেন, মঠবাড়িয়া আমার আপন জনপদ। এ জনপদের মানুষের জন্য আমার সহযোগিতা সব সময় আছে এবং থাকবে।
মঠবাড়িয়া প্রেসক্লাবের অবকাঠামো সংকট নিয়ে তিনি বলেন, স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টি গুরুত্ব দিতে পারেন। তারপরেও এ ক্লাবের প্রতি আমার ইতিবাচক দৃষ্টি থাকবে।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মঠবাড়িয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মর্তুজা, মঠবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক জাহিদ উদ্দিন পলাশ, সিনিয়র সাংবাদিক আব্দুস সালাম আজাদী, নারী সাংবাদিক ইসরাত জাহান মমতাজ, আবুল বাসার, ইসমাইল হোসেন, শাকিল আহমেদ, শাহজাহান মিয়া প্রমুখ।
সম্পাদক: মো. তাজবীর হোসাইন
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড