শাকিল মুরাদ, শেরপুর:
শেরপুরের শ্রীবরদীতে বরন্য হাতির দ্বারা ক্ষতিগ্রস্থ ১৩ জন কৃষক পেলেন ২ লক্ষ ৫০ হাজার টাকার চেক। বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসব চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার।
এসময় উপস্থিত ছিলেন বালিজুরি রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম, বন প্রহরী মোয়াজ্জেম হোসেনসহ উপকারভোগিরা।
বন বিভাগের তথ্য মতে, রাণীশিমুল ইউনিয়নের সরোয়ার হোসেন, জহিরুল ইসলাম, মাহবুব রাশেদ, ছাহেরা বানু, রাকিব হোসেন, আক্কাস আলী, সোনার উদ্দীন, সামছুল হক, আলতাফ হোসেন, আব্দুল আলম শেখ, হাবিবুর রহমান ও হাবিজল এসব চেক গ্রহণ করেন।
বালিজুরি রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকার মোট ৪৮ জন কৃষক ক্ষতিগ্রস্থের আবেদন করেন। এসব আবেদন যাচাই-বাছাই শেষে ১৩ জনের আবেদন সঠিক পাওয়া যায়। পরে ওই ১৩ জনকে ২ লক্ষ ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়।
সম্পাদক: মো. তাজবীর হোসাইন
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড