এম মোবারক হোসাইন,পঞ্চগড়:
পবিত্র ইদুল আযহা উপলক্ষে দেশের একমাত্র চারদেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে টানা আট দিন ভারত, নেপাল, ভূটান ও বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে সরকারি ছুটি ব্যতীত বন্দরের কার্যক্রম চলবে। এছাড়া বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
বুধবার ( ৭ জুলাই) দুপুরে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রফতানিকারক সিএন্ডএফ আসোসিয়েশনের সদস্য সচিব মো জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেন।
জাহাঙ্গীর আলম বলেন, ‘আগামী ১০ জুলাই ঈদুল আজহা। এ কারণে ৮ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত ৮ দিন বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া ৮ জুলাই ও ১৫ জুলাই সাপ্তাহিক ছুটির কারণে কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৬ জুলাই থেকে বন্দর দিয়ে আবারও পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।
বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান বলেন, বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার কার্যক্রম চলবে।
সম্পাদক: মো. তাজবীর হোসাইন
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড