মিলন মাহমুদ, সিংগাইর (মানিকগঞ্জ):
মানিকগঞ্জের সিংগাইরে ফেলে রাখা নবজাতকের শেষ ঠিকানা হলো নিঃসন্তান দম্পতি তাছলিমা-আসমান গণির কোলে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্যা নবজাতক উদ্ধার করে ওই দম্পত্তির নিকট হস্তান্তর করেন। এ সময় ওসি আর্থিক সহায়তা প্রদান করেন ।
বৃহস্পতিবার (৭ জুলাই) ভোর ৬ টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের বড়বাকার জনৈক মোঃ আরিফ হোসেনের বন্ধ মুদি দোকানের সামনে ১ দিন বয়সের নবজাতক পুত্র শিশুকে উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আনুমানিক ভোর ৬ টার দিকে কে বা কারা মো. আরিফ হোসেনের বন্ধ মুদি দোকানের সামনে ১ দিন বয়সের নবজাত পুত্র শিশুকে ফেলে রেখে চলে যায়। মুদি দোকানের পাশের রংমালা বেগম (৩০) নামের এক নারী দেখতে পেলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং থানা পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে তাৎক্ষনিক থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নবজাতক শিশুকে উদ্ধার করেন।
মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান-এর দিক নির্দেশনায় উদ্ধারকৃত নবজাতককে ওই গ্রামের নিঃসন্তান দম্পত্তি তাছলিমা আক্তার (২৮) ও আসমান গণির হেফাজতে দেয়া হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম মোল্যা বলেন, নিঃসন্তান তাছলিমা-আসমান গণি দম্পত্তি নবজাত সন্তানকে পেয়ে খুবই আনন্দিত। তাদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ভবিষ্যতে নবজাতকের খোজ-খবর রাখা হবে।
সম্পাদক: মো. তাজবীর হোসাইন
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড