মো. আকাশ, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পিকআপের ধাক্কায় আলমাছ বেপারী (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের দুলাভাই ভুট্টু (৫০) আহত হয়েছেন। তাকে খানপুর হাসপাতালে নেওয়া হয়েছে জানায় স্থানীয়রা।
সোমবার (৪ জুলাই) বিকালে আদমজী-চাষাড়া সড়কের আশরাফ আলী ফিলিং স্টেশনের সামনে দুর্ঘটনাটি ঘটে।
নিহত আলমাছ বেপারী নাটোরের সিংগাইরের কালিনগর এলাকার মৃত খালেক ব্যাপারীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আদমজী-চাষাড়া সড়কের আশরাফ আলী ফিলিং স্টেশনের সামনে মোটরসাইকেলযোগে চালকসহ তারা তিনজন ভুইগড় থেকে সিদ্ধিরগঞ্জ আইয়ুব নগরের গরুর হাট দেখতে যাচ্ছিলেন। এ সময় পিকআপের ধাক্কায় আলমাছ বেপারী মোটরসাইকেল থেকে পড়ে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান এবং তার দুলাভাই ভুট্টু আহত হোন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান পিপিএম বার জানান, ঘটনাস্থল থেকে পিকআপ জব্দ করা হলেও চালককে আটক করা সম্ভব হয়নি। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
সম্পাদক: মো. তাজবীর হোসাইন
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড