কবির হোসেন, কাপ্তাই (রাঙামাটি)
কর্ণফুলী নদী থেকে হরিণ উদ্বার করা হয়েছে। পরে সেটিকে কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়। এর আগে শনিবার (২ জুলাই) বিকাল ৩টায় শিতার পাহাড় বন হতে একটি ৭/৮ মাসের হরিণ কর্ণফুলী নদীতে পড়ে যায়।
নদীতে পড়ার পর হরিণটি যখন প্রাণে বাঁচার জন্য হাবুডুবু খাচ্ছিল। তখন ঐ এলাকায় বসবাসরত এনামুল হক বাচ্চু নদী থেকে নৌকাযোগ হরিণটিকে উদ্বার করেন। এরপর তিনি পার্বত্য চট্রগ্রাম দক্ষিণ বন বিভাগ কাপ্তাই রেঞ্জের রামপাহাড় বন বিটে খবর দেন এবং নিজ উদ্যোগে বনবিট অফিসে হরিণটিকে পৌছে দেন।
রাম পাহাড় বিট অফিসার মাসুদ আলম জানান, উধর্বতন বন কর্মকর্তাদের সাথে আলাপ-আলোচনা করে বিকাল সাড়ে ৫টায় কাপ্তাই ন্যাশনাল পার্কে শীতার পাহাড়ে এটি অবমুক্ত করা হয়।
তিনি আরও জানান, আজ সন্ধ্যার আগে হরিণ টিকে বনে ছাড়া হয়। অবমুক্ত করার সময় প্রাণী চিকিৎসক, স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিগন সেখানে উপস্থিত ছিলেন।
ওডি/কেএইচআর
সম্পাদক: মো. তাজবীর হোসাইন
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড