মো. রাফিকুর রহমান লালু, রাজশাহী
দীর্ঘ বিরতির পর রাজশাহীতে আবারও বাড়ছে মহামারি করোনা ভাইরাসের ভয়াল সংক্রমণ। গত (২৬ জুন) থেকে রাজশাহীতে আবারও করোনা ভাইরাস শনাক্ত হয়। সর্বশেষ গত বৃহস্পতিবার একদিনে রাজশাহী জেলায় ১৮ জনের শরীরে প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত হয়েছে।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের দেওয়া তথ্য মতে, রামেক হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে গত বৃহস্পতিবার রাজশাহীর ৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮ দশমিক ৫৭ শতাংশ।
এর আগের দিন বুধবার রাজশাহী বিভাগে করোনার সংক্রমণের হার ছিল ১৯ দশমিক ১৫ শতাংশ। মোট ১২৪ জনের নমুনা পরীক্ষায় ১২ জন করোনা পজিটিভ হয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ রাজশাহী জেলায় শনাক্ত হয়েছে। ৪৭ জনের নমুনা পরীক্ষায় ৯ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ১১ জনের মধ্যে ২ জন, জয়পুরহাটে ৬৬ জনের বিপরীতে একজন করোনা শনাক্ত হয়েছেন।
মঙ্গলবার রাজশাহী জেলায় করোনা শনাক্তের হার ছিল ১৬ দশমিক ৩৬ শতাংশ। এদিন মোট ৫৫ জনের নমুনা পরীক্ষার বিপরীতে ৯ জনের করোনা শনাক্ত হয়। আর আগের দিন সোমবার ২৪ ঘন্টায় ৪৬ জনের নমুনা পরীক্ষায় ২ জনের করোনা শনাক্ত হয়। যেদিন সংক্রমণের হার ছিল ৪ দশমিক ৩৫।
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, সংক্রমণ বিবেচনায় ৩০ নম্বর ওয়ার্ডকে করোনা রোগীদের জন্য প্রস্তুত করা হয়েছে। তবে যেহেতু এখনো করোনা রোগী ভর্তি হয় নি, তাই সাধারণ রোগীদের জন্য ওয়ার্ডটি ব্যবহার করা হচ্ছে। তবে উদ্ভুত পরিস্থিতি বিবেচনায় সকল প্রস্তুতি তাদের আছে।
এই ব্যাপারে রাজশাহী সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ ফারুক জানান, করোনায় আক্রান্তরা প্রত্যেকেই সুস্থ আছেন। তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তারা বাসায় আইসোলেশনে রয়েছেন। তবে সংক্রমণের আবারও ঊর্ধ্বমুখিতায় নতুন শঙ্কা তৈরি করেছে।
তিনি আরও বলেন, এ কারণে সবাইকে স্বাস্থ্যবিধি মানতে বলা হচ্ছে। করোনা টেস্টেও আগ্রহী করা হচ্ছে। তবে রাজশাহীতে ভ্যাকসিনেশন কার্যক্রম জোরদার করায় পরিস্থিতি খুব বেশি অবনতির শঙ্কা আপাতত দেখা যাচ্ছে না বলেও জানান তিনি।
ওডি/কেএইচআর
সম্পাদক: মো. তাজবীর হোসাইন
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড