কামরুজ্জামান সেলিম, চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় ২ দিনব্যাপি জেলা সাহিত্য মেলা শুরু হয়েছে। আজ শনিবার সকাল ১০ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শহরের সাহিদ প্যালেস হোটেলে এই মেলার উদ্ধোধন করা হয়।
জানা গেছে, বাংলা একাডেমী জেলা পর্যায়ে সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় প্রতিটি জেলায় সম্মেলনের আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে। মেলায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে সাহিত্য মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবুল মনসুর। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়াদ্দার টোটন, সম্মানিত অতিথি হিসেবে ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক হামিদুর রহমান।
এর আগে অতিথিরা ফিতা কেটে ২ দিনব্যাপি সাহিত্য মেলার উদ্ধোধন করেন। দিনের কার্যসূচিতে রয়েছে আলোচনা সভা, কবিতা পাঠসহ বিকাল ৫ টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।
সম্পাদক: মো. তাজবীর হোসাইন
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড