আবুল মনছুর, হাটহাজারী (চট্টগ্রাম) :
হাটহাজারী উপজেলার ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে বই চুরির ঘটনায় প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ মহসিন (৫০) এর বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মোসলেম উদ্দিন বৃহস্পতিবার রাতে বাদি হয়ে হাটহাজারী মডেল থানায় এ মামলা রুজু করেন। যার নং-১ তারিখ ১(৭)২২ ইং।
মামলায় প্রধান শিক্ষক ছাড়াও সহকারী শিক্ষক মোঃ জানে আলম (৪২), মোঃ জাবেদ (৪০), মোঃ জসিম উদ্দিন (৪২), অফিস সহায়ক মোঃ শামিম (৪৮) সহ অজ্ঞাত আরও কয়েকজনকে বিবাদী করা হয়েছে।
মামলার সত্যতা নিশ্চিত করেন ওসি মোঃ রফিকুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শাহিদুল আলম বলেন, মামলার বিষয়টি একাডেমিক সুপারভাইজার নিশ্চিত করেছেন।
শুক্রবার দুপুরে জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ফরিদুল আলম হোসাইনি প্রত্যক্ষদর্শীদের ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের কারণে ঘটনাটি জানা গেছে। সাহস করে প্রতিবাদ না করলে কিংবা কর্তৃপক্ষকে অবগত না করলে চুরি যাওয়া বইয়ের হদিস পাওয়া যেত না। যারা এ কাজ করেছে তারা রাষ্ট্রদ্রোহী কাজ করেছে। যেখানে সরকার প্রতিবছর বিনামূল্য বই বিতরণ করছে সেখানে বই চুরি অবশ্যই নিন্দনীয় কাজ। এ বিষয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক সরাসরি মনিটরিং করছেন বলেও জানান তিনি। এ বিষয়ে জানতে অভিযুক্ত প্রধান শিক্ষকের মুঠোফোনে বার বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নি।
উল্লেখ্য, মঙ্গলবার দিবাগত রাতে ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের তালাবদ্ধ সংরক্ষিত স্থানে রাখা মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৪ মে: টন সরকারি বই চুরি হয়েছে, যার আনুমানিক মূল্য ৭ লক্ষ টাকা। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নেতৃত্বে এ চুরি সংগঠিত হয়েছে। বৃহস্পতিবার পটিয়া থানাধীন মোস্তফা পেপার মিল থেকে পটিয়া পুলিশ প্রশাসনের সহযোগিতায় বইগুলি উদ্ধার করে হাটহাজারী মডেল থানার পুলিশ।
এদিকে সহকারী শিক্ষকদের সহযোগিতায় একজন প্রধান শিক্ষকের এমন ঘৃণ্য কর্মকান্ডে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড